গাছের ছড়া

অলংকরণ: তুলি

জেনে রাখা প্রয়োজন
গাছেরও আছে জীবন।
জেনে রাখা ভালো
গাছের জন্য চাই সূর্যের আলো।
জেনে রাখা উচিত
মরুভূমির প্রচণ্ড তাপে গাছ
জন্মে কদাচিৎ।
জেনে রাখা দরকার
আমগাছকে জাতীয় গাছের মর্যাদা
দিয়েছে বাংলাদেশ সরকার।
জেনে রাখো সবাই
গাছের ছড়া এখানে শেষ,
টাটা গুডবাই।