ঘাসফড়িংয়ের ডানে-বায়ে
দুটি করে ডানা,
ঘাসফড়িং উড়তে পারে
মানুষ তা পারে না।
মানুষ দুষ্ট হতে পারে
ঘাসফড়িং তা পারে না।
ঘাসফড়িং যাচ্ছে চলে
মানুষ তাদের মারছে ধরে।
ঘাসফড়িংকে বাঁচিয়ে তোলো
মনের মাঝে আপন করে।
ঘাসফড়িংয়ের ডানে-বায়ে
দুটি করে ডানা,
ঘাসফড়িং উড়তে পারে
মানুষ তা পারে না।
মানুষ দুষ্ট হতে পারে
ঘাসফড়িং তা পারে না।
ঘাসফড়িং যাচ্ছে চলে
মানুষ তাদের মারছে ধরে।
ঘাসফড়িংকে বাঁচিয়ে তোলো
মনের মাঝে আপন করে।