<p>মাঞ্জা দেওয়া সুতোয় বাঁধা ঘুড়ি<br>যাচ্ছে দিয়ে বাতাসে সুড়সুড়ি<br>ছোঁবে যেন দূর আকাশের চূড়ো<br>তাই কি তার এমন তাড়াহুড়ো...</p><p>ঘুড়ি কেমন দুরন্ত একরোখা <br>কাটছে কত, নাই যে লেখাজোখা<br>হই-উল্লাস কী করে, কী করে<br>মেরে-কেটে ঘুড়ি যায় ওপরে।</p>.<p>উঠছে কেবল ছুটছে ঊর্ধ্বশ্বাসে <br>ফুরসত নেই দেখার আশেপাশে <br>ঘুড়ির সাথে মন মেলেছে ডানা<br>মনঘুড়ি আজ খুশিতে আটখানা...</p><p>দৃষ্টিসীমার বাইরে কোথাও গিয়ে <br>যায় যদি যাক শূন্যেতে মিলিয়ে<br>ঘুড়িকে ঠিক ধরব হাতেনাতে<br>লাটাই যখন ধরা আমার হাতে!</p>
<p>মাঞ্জা দেওয়া সুতোয় বাঁধা ঘুড়ি<br>যাচ্ছে দিয়ে বাতাসে সুড়সুড়ি<br>ছোঁবে যেন দূর আকাশের চূড়ো<br>তাই কি তার এমন তাড়াহুড়ো...</p><p>ঘুড়ি কেমন দুরন্ত একরোখা <br>কাটছে কত, নাই যে লেখাজোখা<br>হই-উল্লাস কী করে, কী করে<br>মেরে-কেটে ঘুড়ি যায় ওপরে।</p>.<p>উঠছে কেবল ছুটছে ঊর্ধ্বশ্বাসে <br>ফুরসত নেই দেখার আশেপাশে <br>ঘুড়ির সাথে মন মেলেছে ডানা<br>মনঘুড়ি আজ খুশিতে আটখানা...</p><p>দৃষ্টিসীমার বাইরে কোথাও গিয়ে <br>যায় যদি যাক শূন্যেতে মিলিয়ে<br>ঘুড়িকে ঠিক ধরব হাতেনাতে<br>লাটাই যখন ধরা আমার হাতে!</p>