টিকটিকির গোয়েন্দাগিরি

অলংকরণ: মাহাতাব রশীদ

টিকটিকিটা চালাক চতুর, বুদ্ধি আছে ঘটে
দিন-দুনিয়ার খবর রাখে, বইপাগলও বটে।
গোয়েন্দাদের গল্প পড়ে অনেক ভেবেটেবে
ঠিক করল, ‘গোয়েন্দা হই, কেই-বা বাধা দেবে?’
মা-বাবাকে বললে পরে জবাব এল, ‘হুম্’,
ঠিক সেদিনই পাড়াতো এক মাছি হলো গুম!
কেসটা হাতে পাওয়ার পরে টিকটিকিটা ভাবে
কোথায় গেলে মাছি গুমের সূত্র খুঁজে পাবে।
নাওয়া-খাওয়া বাদ দিয়ে সে এদিক-ওদিক ছোটে
একে-ওকে প্রশ্ন করে সূত্র যদি জোটে।
ছেলের এমন কাণ্ড দেখে টিকটিকিটার বাবা
বলল, ‘রাবিশ, এই ছেলেটা এমন কেন হাবা!’
মা বলল, ‘না খেয়ে তুই শুঁটকি হবি নাকি?’
ছেলের জবাব, ‘লিভ মি অ্যালোন, অনেক কাজই বাকি।’
অবশেষে টিকটিকিটা বসল খেতে রাতে
কিন্তু ভীষণ বিষম খেল, দেখছে এ কী পাতে!
চেঁচিয়ে পাড়া তুলল মাথায়, মা-বাবা তো চুপ
গুম হওয়া সেই মাছিটা যে এখন গরম স্যুপ!