default-image

অনেকগুলো পুতুল আমার হরেক তাদের রং,

একেকজনের একেক মেজাজ একেক রকম ঢং!

এই যে আমার অনেক প্রিয় এই পুতুলটা লাল

মুখটা কেমন হাসি হাসি তুলতুলে তার গাল।

খুব আদুরে ফোলা ফোলা গাল দুটো ওর টোপা

আবার দেখো আহ্লাদিনীর কী সুন্দর খোঁপা!

লালের পাশে গোমড়ামুখো ওই পুতুলটা নীল

কাতুকুতু দিলেও ওটা হাসবে না খিলখিল।

গোমড়া থাকার কায়দাকানুন ওর রয়েছে জানা

তোমরা ওকে বলতে পারো রামগরুড়ের ছানা।

হলুদটা খুব ঝগড়াটে তাই করে ছুতোর খোঁজ

নানান ছুতোয় সবার সাথেই ঝগড়া করে রোজ।

ঝগড়া ছাড়া এই পুতুলটা জানে না আর কিছু

সারাটা দিন লেগে থাকবেই এর পিছু ওর পিছু।

শান্তশিষ্ট নম্র ভদ্র এই পুতুলটা কালো

লক্ষ্মীমন্ত এই পুতুলটা সবার থেকে ভালো।

চালচলনে অহংকারী এই পুতুলটা শাদা

একটুও নেই বিদ্যাবুদ্ধি! এই পুতুলটা গাধা।

বিজ্ঞাপন
default-image

লাজুক লাজুক সবুজ পুতুল লজ্জাবতী লতা

হাজার চড়েও রা করে না, কয় না কোনো কথা।

পিংকি নামের গোলাপিটা হিংসুটে আর রাগী

আমি কি ভাই এমনি এমনি তার পেছনে লাগি!

মেজাজটা খুব তিরিক্ষি তার কথায় ভীষণ ঝাল

জুতোর বাকশে বন্দী ছিল তাই সে গতকাল।

আকাশি রং এই পুতুলটা বড্ড অভিমানী

আমার পুতুল সংসারে সে সত্যি রূপের রানি।

এই পুতুলটা সামান্যতেই হাপুস–হুপুস কাঁদে

বেগুনি রং ওই পুতুলটা মিষ্টি পোলাও রাঁধে।

ভাবছ বুঝি সবই মেয়ে, ছেলে পুতুল নাই?

এত্তগুলো বোনের বুঝি একটাও নেই ভাই?

এই পুতুলের রং চকোলেট রংটা বেজায় গাঢ়

নারী–রাজ্যে একটিমাত্র পুরুষ বলতে পারো।

আমার পুতুল সংসারে এই একটিমাত্র ছেলে

বিয়ে দেব পছন্দসই একটা পাত্রী পেলে।

ছেলের জন্যে খুঁজছি একটা কমলা রং বউ

আতাগাছে তোতা পাখি ডালিমগাছে মৌ...

কবিতা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন