<p>বনের ভিতর প্রজাপতির <br>আজ বসেছে মেলা, <br>সবাই মিলে করছে তারা <br>ভীষণ মজার খেলা।</p><p>মন আমার একলা ঘরে<br>কেমন করে থাকে, <br>রংবেরঙের প্রজাপতি <br>আমায় খেলতে ডাকে।</p>.<p>ছন্দ-সুরে ফুলের সাথে <br>প্রজাপতির খেলা, <br>ইচ্ছে আমার প্রজাপতির <br>মতো উড়ে চলা।</p><p>প্রজাপতির রঙে আমরা <br>চলো রঙিন হই, <br>রঙিন হয়ে সবার মাঝে <br>ফুলের মতো রই।</p>
<p>বনের ভিতর প্রজাপতির <br>আজ বসেছে মেলা, <br>সবাই মিলে করছে তারা <br>ভীষণ মজার খেলা।</p><p>মন আমার একলা ঘরে<br>কেমন করে থাকে, <br>রংবেরঙের প্রজাপতি <br>আমায় খেলতে ডাকে।</p>.<p>ছন্দ-সুরে ফুলের সাথে <br>প্রজাপতির খেলা, <br>ইচ্ছে আমার প্রজাপতির <br>মতো উড়ে চলা।</p><p>প্রজাপতির রঙে আমরা <br>চলো রঙিন হই, <br>রঙিন হয়ে সবার মাঝে <br>ফুলের মতো রই।</p>