<p>ভালো লাগে না পড়াশোনা<br>ভালো লাগে যে খেলাধুলা<br>ভালো লাগে যে গান<br>পরীক্ষায় খারাপ করলে<br>মা টানে যে কান,</p><p>পড়ার টেবিলে বসলে পরে<br>চোখ দুটো ঘুম আঁকড়ে ধরে,<br>বই নিয়ে তাই শুয়ে পড়ি<br>ঘুমের মাঝে ভাসাই তরী।</p>.<p>পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি<br>মন যে কোথায় যায়<br>সকাল বেলায় মার বকুনী<br>পরানটা তড়পায়।</p><p>শুনব না আর মায়ের বকা<br>শুয়ে শুয়ে পড়ব না<br>টেবিল চেয়ার আপন হবে<br>বালিশ তবু ধরব না।</p>
<p>ভালো লাগে না পড়াশোনা<br>ভালো লাগে যে খেলাধুলা<br>ভালো লাগে যে গান<br>পরীক্ষায় খারাপ করলে<br>মা টানে যে কান,</p><p>পড়ার টেবিলে বসলে পরে<br>চোখ দুটো ঘুম আঁকড়ে ধরে,<br>বই নিয়ে তাই শুয়ে পড়ি<br>ঘুমের মাঝে ভাসাই তরী।</p>.<p>পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি<br>মন যে কোথায় যায়<br>সকাল বেলায় মার বকুনী<br>পরানটা তড়পায়।</p><p>শুনব না আর মায়ের বকা<br>শুয়ে শুয়ে পড়ব না<br>টেবিল চেয়ার আপন হবে<br>বালিশ তবু ধরব না।</p>