বইছে বাতাস আকাশ জুড়ে বৃষ্টি গুড়িগুড়ি,
আকাশ মাঝে মেঘের ফাকে
আলোর লুকোচুরি।
বাদল দিনে বৃষ্টির গন্ধ চারিদিক জুড়ে ছড়ায়,
শোনা যায় কেবলি রিমঝিম শব্দ বাদল ঝড়ছে ধারায়।
কদম ফুলের মিষ্টি গন্ধ বাদলে চুইয়ে পড়ে,
বদ্ধ ঘরে বাদল দেখে ছেলেবেলা মনে পড়ে।
বাদল ধারা গাছের পাতায় তুলে রিমঝিম সুর,
বাদল ঘন ভেজা গন্ধে ভেসে যায় বহুদূর।
নিঝুম বনে বাদল আনে ঝুমঝুম শব্দ ধ্বনি,
ধূলোর ধারায় বাদল যেন অতল সুখের খনি।
বৃক্ষ, মাটি, আকাশ সকলে ভিজতে রাজি,
মধুর ধারায় পাগল হয়ে ভিজছে ধরণী আজি ।
গহীন বনে ভিজছে আজ শুকনো পাতার স্তুপ,
বাদল যেন তুলে ধরেছে সারা পৃথিবীর রূপ।