আঁকি ছোট্ট বাবুই পাখি
ছোট্ট তোমার পা
কোন দেশেতে থাকো তুমি
কোথায় তোমার গাঁ?
বিশাল গাছের সবুজ শাঁখে
ছোট্ট তোমার ঘর
বোশেখ মাসের ঝোড়ো হাওয়ায়
কাঁপছে থরথর।
সেই বাসাতেই বাবুইছানা
কিচিরমিচির ডাকে।
আঁধার ঘরে জ্বালতে আলো
জোনাক পোকা থাকে।
আঁকি ছোট্ট বাবুই পাখি
ছোট্ট তোমার পা
কোন দেশেতে থাকো তুমি
কোথায় তোমার গাঁ?
বিশাল গাছের সবুজ শাঁখে
ছোট্ট তোমার ঘর
বোশেখ মাসের ঝোড়ো হাওয়ায়
কাঁপছে থরথর।
সেই বাসাতেই বাবুইছানা
কিচিরমিচির ডাকে।
আঁধার ঘরে জ্বালতে আলো
জোনাক পোকা থাকে।