একটা ছিল ফুড়ফুড়ানো
ময়না পাখির বাসা
দেখতে ছিল দারুণ রকম
খড়-কাঠিতে ঠাসা!
বলত কথা অনেক বেশি
আমগাছের ওই ডালে
গোলাপগাছের তলায় বসে
গাইত নিজের তালে।
একতারা না দোতারা না
কিছুই লাগে না তার,
তারই গানের তালে তালে
গায়ক-বাদক নাচার!
ময়না পাখি বড়ই সুখে
ঘরকন্না করে
মনের সুখে উড়ে বেড়ায়
দিনের অবসরে।
এবার বুঝি বিয়েই হলো
মজাই হলো এবার
হলো অনেকগুলো
ডুপলিকেট বাবার!