default-image

লিলিপুটের ছোট ভাইটা ছোট্ট এত্তটুকুন
আড়াই ইঞ্চি উচ্চতা তার, নামটা হলো প্রুকুন।
লিলিপুট তো নিজেই খুদে ভাইটা আরও ছোট
প্যান্ট পাজামা শার্ট ছোট তার, আর ছোট তার কোটও।
ইশকুলে বা খেলার মাঠে কেউ দেখে না তাকে
লিলিপুটের বুক পকেটে লুকিয়ে সে থাকে।
মাঝে মাঝে ফুচকি দিয়ে বের করে সে মাথা
প্রুকুন সোনা লিলিপুটের খুব আদরের ভ্রাতা।

‘ভ্রাতা মানে ভাই’ জানো তো? ইংরেজিতে ব্রাদার

লিলিপুটদের আত্মীয় হয় গ্যালিভারের ফাদার।

লিলিপুটের ছোট ভাইটা ছোট্ট এত্তটুকুন

ঝাঁকড়া চুলের প্রুকুন বাবুর মাথাভর্তি উকুন!

প্রুকুন সোনা প্রুকুন সোনা যতই তাকে ডাকো

প্রুকুন জবাব দিলেও তুমি শুনতে পাবে নাকো।

কারণ, প্রুকুন কথা বলে এতই নিচু স্বরে

হইহল্লার ভেতরে তার কণ্ঠ চাপা পড়ে।

লিলিপুটের ছোট ভাইটার কণ্ঠস্বরটা মিহি

গান গায় সে, হাসতে পারে হাহা হোহো হিহি।

সেবার খুদে গানরাজে সে সেকেন্ড হয়েছিল!

ডিরেকটররা নায়ক হওয়ার জন্য অফার দিল

কিন্তু প্রুকুন এত্তটুকুন আড়াই ইঞ্চি মোটে

হায় সিনেমায় এ উচ্চতায় নায়িকা কি জোটে?

নায়িকা নেই সেই কারণেই ফিল্মে গেল না সে

ছোট্ট প্রুকুন হুকমা হুকুন নাচতে ভালোবাসে।

যখন-তখন নৃত্য করে হুকমা হুকুন হুকুন

লিলিপুটের ছোট ভাইটা ছোট্ট এত্তটুকুন।

হাসবে শুধু কাঁদবে না সে যতই তাকে বকো,

ছোট্ট প্রুকুন এত্তটুকুন, খায় সে শুধুই চকো! 

বিজ্ঞাপন
মন্তব্য করুন