সময় তুমি কে

অলংকরণ: সারা তৌফিকা

সময় তুমি কে
কেন দেখতে পারি নে?
ধেয়ে চলো কেবল ছদ্মবেশে
কাজ করে যাও চুপি চুপি
চোরের মতো এসে।
সকালটাকে বিকাল করো
দিনকে করো রাত
চতুর্দিকে পাতা নাকি
তোমার চতুর হাত।

সময় তুমি কে
তোমায় ধরতে পারি নে
তোমার পিছু হন্যে হয়ে ছুটি
পালাও তুমি আমরা যেন
তোমার খেলার ঘুঁটি।
খেলতে গেলে তোমার তাড়া
পড়তে গেলেও তাও
পরীক্ষা শেষ হওয়ার আগেই
বেল বাজিয়ে দাও।

সময় তুমি কে
তোমায় চিনতে পারি নে
শিল্পী তুমি নাকি জাদুকর
রং-রূপ সব দাও পাল্টে
কেবল নিরন্তর।
অঙ্কুরকেই গাছ বানিয়ে
তোলো ধরণিতে
গ্রীষ্মকালের সবুজ পাতা
হলুদ করো শীতে।

সময় তুমি কে
তোমায় বুঝতে পারি নে
কেমন তোমার শক্তি সাহস পুরো
আমায় তুমি করলে যুবক
আর বাবাকে বুড়ো।
সাদা রঙের পড়ল প্রলেপ
মায়ের কালো চুলে
তুমি নাকি আছো সময়
এ সবকিছুর মূলে।

সময় তুমি কে
থাকো এমন লুকিয়ে
তোমায় যদি পাই একবার বাগে
পেছন ফেলে ছুটব আমি
তোমার আগে আগে।
দেখব তোমার তাকত কত
জানো কি কারসাজি
তোমার সাথে লড়ব আমি
থাকলে তুমি রাজি।
সময় তুমি কে
এসো সামনে বেরিয়ে।