সাগরের পারে বাড়ি

অলংকরণ: তুলি

আমাদের বাড়ি সাগরের পারে
কক্সবাজার
পাশেই দাঁড়িয়ে ঘন ছায়াময়
বন-পাহাড়।
সাগরেই ভাসে নৌকা-জাহাজ
রাত্রিদিন
আমাদের এই জলের রাজ্য
সীমানাহীন।

আমরা সাগরে ঝিনুক কুড়াই
মাছ ধরি
ঢেউয়ের সঙ্গে গলাগলি করে
কাজ করি।

কিন্তু সাগরে মাঝে মাঝে আসে
ঘূর্ণিঝড়
সেই আমাদের ভিটে-বাড়ি হয়
তেপান্তর।
কখনোবা আসে জলের দত্যি
জলোচ্ছ্বাস
বাড়ায় মানুষ গবাদিপশুর
দীর্ঘশ্বাস।

এভাবে সাগর নিয়ে যায় সব
বারংবার
আমরা তবুও সাগরের কাছে
মানি না হার।
আমরা আবার সাজাই স্বপ্ন
এ সংসার
আমাদের বাড়ি সাগরের পারে
কক্সবাজার।