কান্না নাকি ইজি জিনিস
হাসি নাকি সোজা,
হাসির কথা বলতে দিলেই
শুরু গুগল খোঁজা।
টিভি খুললে টক শো আর
সিরিয়ালের রাশি,
হঠাৎ যেন জগৎ থেকে
ফুরিয়ে গেছে হাসি।
বিরক্তিকর জোকস শুনে আজ
হাসি কষ্ট করে,
নিজের আঁকা দেখলে তবে
হাসি খুবই জোরে।
যে যাই বলুক হাসি কিন্তু
দেয়নি মোদের ফাঁকি,
তাই তো নতুন হাসির কোনো
সংখ্যার আশায় থাকি।