আমি যদি বাবা হতুম

অলংকরণ: রোমেল বড়ুয়া

আমি যদি বাবা হতুম,
বাবা হত খোকা,
না হলে তার নামতা,
মারতাম মাথায় টোকা।।
রোজ যদি হত রবিবার!
কী মজাটাই হত যে আমার!
কেবল ছুটি! থাকত নাকো নামতা লেখা জোকা!
থাকত নাকো যুক্ত অক্ষর, অঙ্কে ধরত পোকা।।