চাই সুযোগের সমতা

অলংকরণ: এস এম রাকিব

আকাশের পাড়া আজ হাটখোলা দুনিয়ার
যতটুকু ইগলের ততটুকু মুনিয়ার
চুনোপুঁটি ও বোয়াল; বলো দেখি নদী কার?
প্রকৃতির জলে জেনো সকলের অধিকার।
উঁচু-নিচু, কালো-ধলো আর ঋজু-কুঁজো; ঘের
ভেঙে দিতে হবে; চাই কল্লোল সুযোগের।

জামা নেই জুতো নেই, যে মেয়েটি গরিবের
ওর চোখে শীতে-ভেজা প্রতিভার জড়ি বের
করে’ ঠিক ধরে’ দ্যাখো সূর্যের সীমানায়
অরণির উদ্ভাসে তাহাকেও কী মানায়!
ওর জানালাটা যদি খুলে দাও ও বাড়াও
ক্যাথেরিনা জনসন, নাভ্রাতিলোভারাও
বিস্মিত হতে পারে দেখে তার ক্ষুরধার
মেধা আর প্রজ্ঞার দ্যুতি এক পুরোধা-র!

হয়তো বা ছেলে এক দুঃখী পাতাকুড়োনির
শহুরে টোকাই: তার ঝড়ে ভাঙা উড়ো নীড়
পুষ্টির অভাবে সে ক্ষীণ, লেখাপড়া নেই
ওকে যদি খোঁজো তুমি মানবিক পরানেই
দেখবে দুচোখে ওর আলী, পেলে, জিজু, লি-র
মতো কোনো তুখোড়ের আলোছটা বিজুলীর!
ওর পায়ে বল দাও, জামা দাও খালি গায়
একদিন জে-ওয়ান, ইউয়েফা, লা লিগায়
সে-ও দেখো ঝড় তুলে খেলছে কী! আর ঢের
নিচ্ছে সে গোলে শট সেরা ফরোয়ার্ডের!

আলোহীন ঘরে ঘরে জ্বেলে দাও বড় ঝাড়
বিকাশের প্রয়োজনে ভাঙো খিল দরোজার
পৃথিবীকে হতে হবে সেই নবচমকের—
যত গান পিয়ানোর তত গান খমকের।