বাঘের বাচ্চাটা ভীষণ ভালো

অলংকরণ: আপন জোয়ার্দার

সাচ্চা কথা বাচ্চা বাঘের ভীষণ রকম ভালো
সন্ধ্যা হলেই পড়তে বসে জ্বালিয়ে মোমের আলো।
পড়ার শেষে বসবে খেতে হাত দুখানা ধুয়ে
গল্প শুনে মায়ের সাথে পড়বে আবার শুয়ে।

উঠবে আবার খুব সকালে সূর্য ওঠার আগে
বনটাজুড়ে শান্ত হাওয়া ফুল–পাখিরাও জাগে!
ফুল-পাখিদের সঙ্গে খেলে মজার মজার খেলা
এমনিভাবেই পার করে সে শান্ত সকালবেলা।

একটু পরে ইশকুলে যায় বন্ধু হরিণছানা...
এই ইশকুল তোমার মতো নয় চিড়িয়াখানা।
কত্ত রকম মজা আছে, কত্ত কিছু দেখে
খেলার ছলে পড়ার ছলে কত্ত কিছু শেখে!

রোদ পড়লে খেলার মাঠে বন্ধু সবাই মিলে...
সবুজ পাতার ঘুড্ডি ওড়ায় দূর আকাশের নীলে।
হরিণছানার সঙ্গে খেলে ছি–কুতকুত খেলা...
এমনি করেই পার করে সে মজার বিকেলবেলা।

পড়শি বলে, বাচ্চা সোনা কত্ত তুমি ভালো
তুমিই সবার নয়নমণি, অন্ধকারের আলো।
সত্যিকারের ‘বাঘের মতো বাঘ’ যে তুমি হবে
তোমার জন্য এই বনটা সত্যি টিকে রবে।