সাদা বক

অলংকরণ: মাসুক হেলাল

সাদা বক সাদা বক
পায় কেন কাদা বক
তোর?

কই যাস হেসে হেসে
কোন দেশে কোন দেশে,
কোন সে গাছের ডালে
বেঁধেছিস ঘর?

চারদিক ঘুরে ঘুরে
কই যাস উড়ে উড়ে
বল?
দল বেঁধে ছুটে যাস
মনে হয় লুটে যাস
আকাশের গায় যত
খুব কালো জল!

মাছ ধরে ঝাঁপ করে
আহা চুপচাপ করে
খাস!
এইবার খেয়ে খেয়ে
বল ভাই গেয়ে গেয়ে
কোন বনে কোন বনে
তোর বসবাস?

সাদা বক সাদা বক
মারব কি গাধা বক
কিক?
শুনব না কথা তোর?
ফের নীরবতা তোর!
ধ্যাততেরি ধ্যাততেরি
বিচ্ছিরি ঠিক।