যখন ছড়িয়ে গেল ডালপালাতে সবাই দলে দলে
তখন ঝাউয়ের শাখায়, পাখির পাখায় হিরে-মানিক জ্বলে।
যখন হিরে-মানিক জ্বলে
তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া চমকে গিয়ে বলে—
খুশি খুশি মুখটি নিয়ে তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা?
আলোর পাখি নাম জোনাকি জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের ভালোবাসার খেলা।
তারা নইকো— নইকো তারা, নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই ভালোবাসার সাধ।
আহসান হাবীব (১৯১৭-১৯৮৫): বাংলাদেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৭৮ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।