পাহারাদার

অলংকরণ: রাকিব রাজ্জাক

সেদিন দেখি গাছের ডালে একটা পাখির বাসা
সেথায় আছে দুই খানা ডিম, দেখতে ভারি খাসা।
ইচ্ছা করে একটা ডিম সঙ্গে নিয়ে যাই
বাড়ি গিয়ে তেলে ভেজে ডিমটা আমি খাই।
কিন্তু যখন মনে পড়ে মা পাখিটার কথা
তার দুঃখ বুঝতে পেরে লাগল মনে ব্যথা।
ভুল বুঝতে পেরে আমি বাড়ির দিকে যাই
চলতি পথে একটা পাজি ছেলের দেখা পাই।
তাকে গাছে উঠতে দেখে আমার লাগে ভয়
যদি আমার অগোচরে ডিমটা চুরি হয়!
ডিমটা তুমি নিয়ো না ভাই, বললাম ওকে ডেকে
ও বলল, ‘নেবই আমি! আমায় রুখবে কে?’
কথায় কথায় লাগল লড়াই, ধরলাম কান টেনে
বলল ছেলে, ‘মাফ করে দাও, নিয়েছি হার মেনে।’
ডিম না পেলে ঘরে ফিরে কাঁদবে মা পাখি
সেই ভাবনায় আমি ওর ডিম দেখেশুনে রাখি।
সন্ধ্যা হলে মা পাখিটা ঠিকই ঘরে ফেরে
‘ধন্যবাদ’ বলে আমায়, ডানা দুটি নেড়ে।
খুশি হয়ে সে আমাকে দিল একটা ফল
এদিকে মা এসে বলে, ‘খুকি, বাড়ি চল।’
আমিও আমার মায়ের সঙ্গে ঘরে ফিরে যাই
পাখির দেওয়া ফলটা বেশ মজা করে খাই।