মেঘময়ূরের বোনঝি
মেঘের দেশে মেঘপরিরা জলদ মেঘের আড়ালে
লুকিয়ে থাকে যায় না ধরা হাত দুখানা বাড়ালে।
মেঘের ঝাড়ে মেঘের আড়ে শুভ্র মেঘের ডানায়
বৃষ্টি নামায় যখন-তখন নদীর শ্যাওলাপানায়।
কখনো সেই মেঘপরিরা কদম-কেয়ার গন্ধে
পদ্যি লেখে বর্ষা রাতের মিষ্টি-মধুর ছন্দে
মেঘলাদুপুর টাপুর-টুপুর টিনের চালে বসিয়া
কান্না ঝরায় অঝোর ধারায় ব্যাঙের ডাকে কষিয়া।
মেঘের আকাশ মেঘের বাতাস মেঘপরিদের দখলে
বাদল খেয়ায় চড়তে গেলে দেয় সে বাধা সকলে
নীলপাহাড়ে নিবাস তাদের মেঘময়ূরের বোনঝি
তাদের সাথে পাল্লা দেবে পল্লিগাঁয়ের কোন ঝি?