ভূতেদের গল্প

অলংকরণ: এস এম রাকিব

ভূতের প্রিয় শুঁটকি মাছ।
অন্ধকার ও শেওড়াগাছ।
ভূতেরা কেন ভয় দেখায়?
         উথাম পাতাম নাচে?
কঙ্কালসার খ্যাংরাকাঠি
          মরার পরও বাঁচে?

খোনা গলায় ঠাঠা হাসি
            শুনলে গায়ের রক্ত হিম,
ঘুষি থাপ্পড় লাঠির বাড়ি
           থোড়াই কেয়ার ঘোড়াড্ডিম!
লোডশেডিংয়ে ভূতের আসর
               নাচন-কোঁদন হল্লা হই—
জ্বললে পরে বিজলি বাতি
                ভূত পালিয়ে লুকায় কই?
ভূতের গল্প জমজমাটি
              শুনলে পাবে ভীষণ ভয়,
না শুনলেও ভাল্লাগে না
             এইটারে কী ব্যারাম কয়?