বনমানুষ!

অলংকরণ: রাকিব

প্রত্যেক দিন পড়ো পড়ো
মানুষ হয়ে ভাগ্য গড়ো
আব্বু কেন রোজ আমাকে মানুষ হতে বলে
তাহলে কি সত্যি আমি বনমানুষের দলে?
আব্বু মানুষ, আম্মু মানুষ, আমিও মানুষ, তবে
বনমানুষের মতন আমি কাজ করেছি কবে?
খাদ্য আমি হাত দিয়ে খাই দুই পা দিয়ে হাঁটি
ঘাস খাই না কামড়াই না আঁচড়াই না মাটি।
প্রত্যেক দিন গোসল করি, শ্যাম্পু করি চুলে
কাপড়জামা ছাড়াই আমি যাই নাকি ইশকুলে?
এই যে দেখো গেঞ্জি, টি-শার্ট, এই যে মোজা-জুতো
রাগলে আমি দাঁত খিঁচিয়ে মারতে আসি গুঁতো?
তাহলে ক্যান ফেলবে আমায় বনমানুষের দলে
মানুষ হতে বললে কিন্তু পালাব জঙ্গলে।
আব্বু তখন আদর করে জড়িয়ে ধরেন বুকে
বলেন বোকা অমন কথা আনিস না তুই মুখে।
মানুষ মানে শ্রেষ্ঠ মানুষ ধন্য জ্ঞানে–গুণে
এই পৃথিবী চমকাবে যার কীর্তিগাথা শুনে।
তেমনতর শ্রেষ্ঠ মানুষ হতেই হবে তোকে
নইলে কিন্তু বনমানুষই ভাববে তোকে লোকে।