মঙ্গলবারে

অলংকরণ: রাকিব

দ্বারে বসে দাঁড়কাক শুধু হাই তোলে
আড়মোড়া ভাঙে আর কষ্টটা ভোলে।
কোকিলটা পারে যদি এসে ডিম পাড়ে!
মঙ্গলবারে তার দুঃখটা বাড়ে।

চিল এসে বলে, কাক, এ কী কথা শুনি!
মঙ্গলে চুরি করে চুড়ি পরে টুনি!

টুনি নিয়ে পারা দায়, জেনে গেছে পাড়া
যারা শোনে তারা দেয় বিচারের তাড়া।

মনকাড়া সন্ধ্যায় কারাগারে বসে
আমরা আমড়া খাব? লঙ্কায় ঘষে!

মাথাচাড়া দিয়ে ওঠে মেজাজের চারা
দাঁড়া টুনি, এই কাজ হয় তোর দ্বারা!
টুনিকে পুলিশে দেব, টুনি যাবে জেলে
ছারপোকা ছাড় পাবে, টুনি ছাড় পেলে।

ওরে চিল! দেখ টুনি কোনখানে ওড়ে!
জোরসোরে নেমে পড়! বলি করজোড়ে!

(‘র’ এবং ‘ড়’–এর উচ্চারণ ঝামেলায় থাকারা এই ছড়াটি বারবার পড়ো)