পাঞ্জাবির রং

অলংকরণ: এস এম রাকিব

রোজা রাখায় ব্যস্ত ছিলাম, ক্লান্ত রোজা রেখে

উঠল শরীর চনমনিয়ে চাঁদের হিসাব দেখে!

ঈদ তো দেখি নকিং দ্যা ডোর! মাত্র কদিন বাকি!

ঈদের শপিং না করে কি বাসায় বসে থাকি?

কী কেনা যায়? কী কেনা যায়! এবারকার এই ঈদে

আগেভাগে ঠিক না হলে কিনতে অসুবিধে!

সোফার ওপর হাত-পা মেলে লম্বা শুয়ে ভাবি

শার্ট কিনি? না জুতা কিনি! পায়জামা? পাঞ্জাবি!

একের অধিক পাব না তা বলে দিলেন বাবা

লটারিতে থামল আমার শপিং নিয়ে ভাবা!

সিদ্ধান্ত নেওয়ার পরে থমকে থাকা চলে?

পাঞ্জাবিটা কিনতে কালই ছুটব শপিং মলে!

আম্মু বলেন, ছুটবি তো ঠিক! বুঝেছি, কাল যাবি

ঠিক করেছিস? কোন কালারের কিনবি যে পাঞ্জাবি!

নতুন করে ভাবনা শুরু, যন্ত্রণা তো ভালো!

ট্রেন্ড কী চলে? হলুদ না নীল? সবুজ? মেরুন? কালো!

কালার বোঝার জন্য আমি সময় কাটাই নেটে

সত্যি বলি, বিভ্রান্ত গুগল-টুগল ঘেঁটে!

আমি যখন ভাবনারত কালার সিলেকশনে

কোনটা কিনি? প্রশ্ন করে যাচ্ছি জনে জনে

ইলিশ বলল, ঈদ মোবারক! পান্তা বলল, আছি!

ঈদ ও নববর্ষ বাপু দেখছ কাছাকাছি?

পাঞ্জাবি তো একটা পাবে! কিনবে নাকি দুটি?

সিদ্ধান্ত নিয়েই না হয় করলে ছোটাছুটি!

ঈদের দিনের কালারটা কী? পয়লা বৈশাখে!

এর উত্তর পেতে এখন প্রশ্ন করি কাকে?

সমস্যা যে সামনে আনে সে সমাধান জানে

বুঝছি এটার অর্থ যে কী, কথার আসল মানে!

পান্তা-ইলিশ আওয়াজ দেওয়ায় সলভ হয়েছে ধাঁধা

এবার ঈদে পাঞ্জাবিটার কালার লাল ও সাদা!