ইচ্ছা

হাসছ তুমি ভাবছ বুঝি
লিখছি কী সব যাতা
নষ্ট করে পড়ার সময়
নষ্ট করে খাতা।

যত পারো হাসো তুমি
হাসির ধার ধারি না
লেখার আমার ইচ্ছা খুবই
লিখতে তো পারি না।