উড়তে চাই

অলংকরণ: রাকিব রাজ্জাক

উড়তে চাই আমি কোনো পাখির বেশ ধরে
যেখানে দেখা যাবে অসংখ্য তারার হাসি,
উড়তে চাই আমি কৃষ্ণচূড়ার গন্ধ ভরে
যেখানে বাজতে থাকবে মানুষের মমতার বাঁশি।

আমি যেতে চাই দূরের শুকতারাতে
যেখানে হয়তো থাকবে অসংখ্য হাসনাহেনার মেলা,
আমি যেতে চাই সাগরে পরির সাথে
যেখানে দেখা যাবে তিমি, ডলফিনের খেলা।

উড়তে চাইলেও মেলে না আমার ডানা
শুধু শুনি কানে তারাদের আবদার,
আবদারগুলো মাথায় দিচ্ছে হানা
ফিরে আসবে তো তুমি এবার?

লেখক: শিক্ষার্থী, নটর ডেম কলেজ, ঢাকা