এঁকে যাব

অলংকরণ: তুলি

আমি আজি এঁকে যাব তোমাদের দেশ
মায়াভরা এ দেশের সুখ অনিমেষ।
তোমাদের সুখ আছে চালাচ্ছ গাড়ি
আরও আছে সম্পদ টাকাকড়ি বাড়ি।
তোমাদের প্রাসাদের শত কারুকাজ
তুলি দিয়ে এঁকে যাব সেই সব আজ।
খাওয়াদাওয়া কেনাকাটা চলে বেশুমার
তোমাদের সংসারে সুখের বাহার।
নদীপারে আমাদের ছোট কুঁড়েঘর
অনাহারে শিশুগুলো কাঁদে দিনভর।
অসুখেও আসে না যে ডাক্তার কোনো
ছবি আঁকা দেখো আর কিছু কথা শোনো।
আমাদের দুঃখী শিশু আঁখি টলমল
যেন এরা ঝরে পড়া গোলাপের দল,
যদি থাকে দুটি চোখ থাকে যদি মন
আমাদের শিশুদের ডাক তো আপন।