এক অবাক আবিষ্কার

অলংকরণ: নাইমুর রহমান

ওই যে দূরে ক্রিকেট মাঠে ছ’ফিটের এক ছেলে,
তার দেখা এই বিশ্বে কেবল একটিবারই মেলে।
শরীর বা মন সবের বাধা ঝেড়ে একনিমেষে,
চলল আবার সবার আগে তারই বাংলাদেশে।
দুহাজার এক নভেম্বরের প্রথম দিকেই শুরু,
দুনম্বরের জার্সি গায়ে এলেন মাঠে গুরু।
খেলায় নিজের সবটুকুকে বিলিয়ে দেয়ার মানে,
সম্ভবত এই ছেলেটাই সবচেয়ে বেশি জানে।
‘আর কিছু নয়, পতাকাটা উড়ুক সসম্মানে’
দেশটা যেন ওকেই কেমন বড্ড বেশি টানে!
চোটের কথা? চোট তো তাঁকে আষ্টেপৃষ্ঠে বাঁধে;
চোটের মাঝেই জয়ী হয়ে সে-ই আসে সংবাদে।

‘হারি জিতি, দেব মোদের সবটা উজাড় করে’
স্রেফ বলা নয়, এমন করেই খেলছে দেশের তরে।
হাজার অস্ত্রোপচার নিয়েই সবটা দিয়ে খেলে,
দেশের জন্য আকুল এমন আছে কজন ছেলে?
লাল-সবুজের আগুন যেন বিশ্বব্যাপী ছড়ে,
এই কারণেই এই ছেলেটা দেশের হয়ে লড়ে।
বীরের বেশে সব কটা ম্যাচ যায় এগিয়ে নিয়ে,
দাম্ভিকতার ঊর্ধ্বে সেজন, সব বাধা পেরিয়ে।
মাঠের মাঝে বাঘের মতো দিচ্ছে ধরে কে?
লাল-সবুজের দুনম্বরের জার্সিওয়ালা সে।
শক্তমনের, দেশপ্রেমিক এই বলছি কথা যার—
মাশরাফি বিন মুর্তজা—এক অবাক আবিষ্কার!

(কিশোর আলোর মে ২০১৭ সংখ্যায় প্রকাশিত)