কম্পিউটার

অলংকরণ: শিখা

আগে যেমন ছাপাখানায়
থাকত অনেক কম্পোজিটর
সকাল দুপুর সন্ধ্যা রাতে
টাইপ সাজাত ব্যস্ত হাতে
এখন কিনা সেই জায়গা
করল দখল কম্পিউটার।

আগে কত সময় যেত
ব্যাংকে গেলে টাকা নিতে
এখন ওতে নেই ঝঞ্ঝাট
লাগুক যত টাকারই গাঁট
কম্পিউটার অনলাইনে
কাজটা সারে এক মিনিটে।

হাজার নথি লিখে আগে
রাখত রেকর্ড অফিসগুলো
নেই এখন আর নথির পাহাড়
একাই শুধু কম্পিউটার
কাজ করে যায় চুপি চুপি
হাঁটছে যেন চতুর হুলো।

কম্পিউটার লাগছে দেদার
কাজকর্মে দোকানপাটে
বেচাকেনা, চাকরি খোঁজা
ভর্তি, টিকিট, তাও কি সোজা
ঘরে বসেই যাচ্ছে দেখা
ঘটছে কী সব খেলার মাঠে।

বাইরে ঘরে দেশ বিদেশে
কম্পিউটারেই হচ্ছে সব
বাংলাদেশে বাটন টিপে
ছবি পাঠায় হাওয়াই দ্বীপে
ঝকঝকে আর পরিপাটি,
কম্পিউটার কী বিপ্লব!
হার মানাল জোর বাড়াল
কী জিনিস এই কী যন্তর
ভেবে আমি অবাক আরও
অসুস্থ হয় কম্পিউটারও
তারও নাকি ভাইরাস আছে
হয় নাকি তার ভাইরাল জ্বর।

তবে কি এই কম্পিউটার
আস্ত কোনো যন্ত্র নয়!
হয়তো হবে হয়তো হবে
মানুষরূপী যন্ত্র তবে
কম্পিউটার জগৎটা তাই
সত্যিই আজ বড় বিস্ময়।