কাকতাড়ুয়া

ছবি: আনিস মাহমুদ

কাকের শত্রু পাখির শত্রু
কাকতাড়ুয়া নাম,
ধানের খেতে ঠায় দাঁড়িয়ে
ভয় দেখানোই কাম।
গায়ে তাহার ছেঁড়া জামা
মাথায় কালো হাঁড়ি
বড় বড় চোখ দুটো তার
আঁকা গোঁফ আর দাড়ি।
সাদা সাদা দাঁতের হাসি
যেন ভূতের ছা,
ধানের শত্রু পাখপাখালি
দূর হয়ে যা যা।