ঘাসফড়িংয়ের ডানা

ঘাসফড়িংয়ের ডানায় চড়ে
যাব আমরা অনেক দূরে
যেই শহরে শঙ্খচিলের আনাগোনা নাই
এমন একটা সুখের শহর খুঁজে দে না ভাই!

যেই শহরে ফড়িং বসে স্নিগ্ধ সবুজ ঘাসে
যেই শহরে দিঘির জলে ফুলের নৌকা ভাসে
যেই শহরের প্রধান গায়ক দোয়েল নামের পাখি
ইচ্ছে করে এ দেশ ছেড়ে সেই শহরে থাকি

সেই শহরের সকাল হবে পাখির কলরবে
সেই শহরের মানুষগুলো অন্য রকম হবে
কেউ রবে না গোমড়ামুখো সবার মুখে হাসি
সেই শহরে বাজবে সদা প্রীতির মোহন বাঁশি

প্রেম-প্রীতি আর হাসির মাঝে কাটবে সবার বেলা
বসবে সেথায় বিকেলবেলায় ঘাসফড়িংয়ের মেলা
সবাই শুধু দেখবে তাদের স্পর্শ করা মানা
সেই শহরের নাম দিয়েছি ঘাসফড়িংয়ের ডানা