ঘুড়ি তার বাড়ি

অলংকরণ: তনি সুভংকর

ছেড়ে দিলে ঘুড়ি
করে ওড়াউড়ি,
যায় চলে বহুদূরে
নেই তার জুড়ি।

ঘুড়িদের ডানা নেই
উড়ে যেতে মানা নেই,
যাবে কোথা কার বাড়ি
পথটাও জানা নেই।

সাদা-কালো, লাল-নীল
কত কত রং
উড়ে উড়ে খুঁজে কাকে
দেখো তার ঢং!

ডানে দোলে বাঁয়ে দোলে
সব ছেড়ে যায়,
ঘুড়ি গেছে তার বাড়ি
খুকি ডাকে আয়।