ছাতা

অলংকরণ: রাকিব রাজ্জাক

নাম আমার ছাতা,
ব্যাপারটা নয় যা তা।
বর্ষা-গ্রীষ্মে ব্যস্ত কাজে
অন্য সময় বসেই থাকি
সেটা কি আর আমায় সাজে?
বৃষ্টি হলে রোদ পড়লে আমায় নিয়ে যাও বাইরে
তখন আমি বৃষ্টি ভিজে, রোদে পুড়ে গান গাই যে,
তারপরে আর খবর নাই যে।
আমি কি তবে খেলার পুতুল?
যখন খুশি তখন নাচাও?
বাইরে আবার বৃষ্টি পড়ছে
এবার নিজের মাথা বাঁচাও।