ছোটকাল

অলংকরণ: তুলি

যখন ছিলাম ছোট
বুঝতাম না কিছু,
সারাটা দিন ঘুরতাম আমি
মায়ের পিছু পিছু।
মায়ের সাথে হাসি আমার
বাবার সাথে খেলা,
বায়না করে, মেলায় গিয়ে
কাটত সারা বেলা।
একা ছিলাম তখন
ছিল না ভাইবোন,
আমায় ভালোবাসত আমার
সকল আপনজন।
ভালোবাসার সেই সুসময়
সেই যে মায়াজাল
এখন সবই সুদূর অতীত
আমার ছোটকাল।