ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ ১

অলংকরণ: রাকিব

‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’
সত্যি কথাই লিখেছিলেন সেই সে প্রিয় কবি
পৃথিবীতে সবার সেরা বাংলাদেশের ছবি।
‘খাঁটি সোনার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি’
সবুজ রঙের সুতোয় বোনা স্নিগ্ধ শীতলপাটি।
এই মাটিকে আঁকড়ে ধরেই আমরা কাঁদি–হাসি
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

একাত্তরে ঘটল ব্যাপার অন্য
একটি স্বাধীন আবাসভূমির জন্য
সবার মুখেই একটিমাত্র উক্তি
লড়াই ছাড়া আসবে না তো মুক্তি
সাতই মার্চে উথালপাতাল দেশটা
চাইল সবাই দেখতে খেলার শেষটা
লোকারণ্য রেসকোর্স মাঠ, রমনা
স্বাধীনচেতা মানুষ তো আর কম না!
সমাবেশে শেখ মুজিবুর দাঁড়িয়ে
বজ্রকণ্ঠে বলেন যে হাত বাড়িয়ে—
এবারের সংগ্রাম আমাদের
মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম।

পঁচিশের কালো রাত, ভয়ানক রাত্রি
শহরের লোকগুলো আঁধারের যাত্রী
ঘুমন্ত নগরীতে চলে গণহত্যা
হতবাক বিশ্বের মানবিক সত্তা।

বর্বরতার ওরা শেষ সীমা ছাড়াল
অসহায় বাঙালিরা প্রিয় প্রাণ হারাল।
লাশের পাহাড় আর চাপ চাপ রক্ত
নৃশংস সেই স্মৃতি ভোলা বড় শক্ত।

পশ্চিম থেকে এল জেনারেল টিক্কা
বাঙালি জাতিকে দিতে ভয়ানক শিক্ষা
শত্রুরা দেশটাকে করে অবরুদ্ধ
ছাব্বিশে মার্চ থেকে শুরু হলো যুদ্ধ।

চলবে...

আরও পড়ুন