দরজা

বাংলা গানের কোকিল এখন
নিশাত হোসেন বৃন্ত
এই শহরে থাকত যখন
কেউ কি তাকে চিনত?

সকাল-বিকেল রেওয়াজে তার
মানুষ হতো ত্যক্ত
আজকে কোথায় সে উঠেছে
একটু ভেবে দেখ তো!

তোর পাড়াতেই থাকত নাকি
লম্বা-ঢ্যাঙা স্বপ্না
সবাই চেনে মডেল বলে
ও-ই তো এখন টপ, না?

সবাই ওকে খুব ভ্যাঙাত
তোতলা ছিল অর্ক
টক শোতে আজ তুবড়ি ফোটায়,
দারুণ করে তর্ক!

পড়ায় রবিন খুব ফাঁকিবাজ
খেলায় মজে থাকত
ক্রিকেট মাঠে নাম না হলে
কেউ কি মনে রাখত?

ক্লাসের পড়ার বাইরে যে বই
পছন্দ তা-ই তার তো
অনেক বড় বিজ্ঞানী আজ
তোদের জেলার পার্থ!

এই যে তোরা সিমিন, শুভ,
মংপ্রু, নাবিল, বাবলি—
তোদের মাঝে নেই প্রতিভা
কেমন করে ভাবলি?

গাছ কি দেবে ফল যদি না
করিস পরিচর্যা?
বুদ্ধি, মেধা, শ্রমেই খোলে
সফলতার দরজা!