পরীক্ষা শেষ

অলংকরণ : মানব
অলংকরণ : মানব

পরীক্ষা শেষ আমরা এখন

মুক্ত স্বাধীন পাখি

পাতাল ছুঁয়ে এবার দেব

আকাশটাকে ঝাঁকি।

মনের চাপা ইচ্ছেগুলো

মেলবে এবার ডানা

খেলব ঘুরব উড়ব অবাধ

নেই কোনো আর মানা।

পরীক্ষারই জন্য ছিলাম

গুটিয়ে এত দিন

পরীক্ষাটা পাথর যেন

ওজন সীমাহীন।

পরীক্ষার ওই সময় ছিল

কঠিন ছকে বাঁধা

কেবল পড়া, আর সবই বাদ

বন্ধ হাসা-কাঁদা।

পরীক্ষা শেষ আমরা এখন

হালকা মেঘের ভেলা

হাওয়ায় ওড়া তুলোর মতো

কাটিয়ে দেব বেলা।