পাবলোর জন্য

অলংকরণ: মাসুক হেলাল

পাবলো, একটা কথা বলি—,
তুমি খুব মনোযোগ দিয়ে শোনো।
তোমার একজন দাদু আছেন,
তাঁর নামের আগে আছে কবি
নামের শেষে গুণও।

সান্টাক্লজের মতোই তাঁকে
তুমি চকলেট, টফি আর
পাকা চুল-দাড়ির জন্য চিনো।

আমি তোমার দাদু হই,
আমি একজন কবিও বটে
আমার আছে একশত বই।

তোমার বাবা-মায়ের কাছে
তোমার ঐ দাদুর লেখা
বেশ কিছু বই রাখা আছে।

বই ছিঁড়ার ইচ্ছে করে যদি
ছিঁড়ো তুমি আমার বইগুলি,
আমি কিচ্ছুটি বলবো না।

মনে রেখো তুমি পাবলো।
তুমি একটুও ভেবো না,
তোমাকে বই ছিঁড়তে দেখে
মানুষজন কী ভাবলো।

আমি জানি তুমি বই
ছিঁড়তে ছিঁড়তেই শিখবে।
তুমি বড় হয়ে আমার চেয়েও
ঢের ভালো বই লিখবে।

নয়াগাঁও
৩/১/১৮