বর্ষাকালের ঝুম বৃষ্টি হঠাৎ করে এসে
এমন ঝরাই ঝরল! তাতে পুকুর গেল ভেসে!
পুকুর ভাসায় কী করা যায়! মাছের ছোটাছুটি
খলসে মাছে খলবলালো, নাচল মলা, পুঁটি।
বলল গজার, কেমন হবে? আমরা সবাই যদি
পালিয়ে যাই, খুঁজতে বেরোই কোথায় কাছের নদী!
যাওয়ার দলে রুই, কাতলা, বোয়াল, মৃগেল, বাটা
পারলে তারা পুকুর ফেলে এক্ষুনি দেয় হাঁটা।
বলল বেলে, চান্দা, মাগুর, পাবদা, গুতুম, টাকি
তোমরা সবাই যাবে তো যাও, আমরা কজন থাকি।
লাগল ভেজাল চলে যাওয়া এবং থাকার দলে
ট্যাংরা মাছে গোঁফ হারালো ঝগড়াঝাঁটির ফলে।
পেট ফুলিয়ে পটকা মাছে পানির ওপর ভেসে
বলল, ভেজাল দেখতে হলো? শেষ বয়সে এসে!
দুঃখ পেয়ে ডানকিনা মাছ উঠল জোরে কেঁদে
শাপলা পাতায় বসল গিয়ে ব্যাঙগুলো দল বেঁধে।
দেখবে বলে ঘাড় উঁচালো শাপলা ফুলের ডগা
মাছ শিকারের ভুলল আলাপ অবাক বগি-বগা!
পুকুরজুড়ে উত্তেজনা হা রে রে রে রে রে
জানল না কেউ কখন যে কৈ গেছে পুকুর ছেড়ে!