প্রিয় বাবা

অলংকরণ: তুলি

বাবা আমার ব্যস্ত মানুষ, নেন না মেয়ের খোঁজ
বাসায় ফেরেন অনেক রাতে, দেরি করেন রোজ।
ছুটিছাটা নেই তো বাবার, কাজ কেবলি কাজ
অপেক্ষাতে থাকব বসে, ঘুমাব না আজ।
বাবা এলেন গভীর রাতে, ঘুমিয়ে ছিলাম যখন
আলতো ছোঁয়ায় ঘুম ভাঙল, লাগল ভালো তখন।
একটু কেশে, বলেন হেসে, রাগ করেছ সোনা?
দিচ্ছি কথা আর কখনো দেরি যে করবো না।
ভুলেই গেলাম বকতে যখন বাবা নিলেন কোলে
রাগ-অভিমান নেইকো মুখে মিষ্টি হাসির রোলে।