ফারাজ আছে শীর্ষে

অলংকরণ: মাসুক হেলাল

দূর আকাশে একটি তারা
জ্বলতে জ্বলতে দেয় ইশারা
সেই তারাটার নাম কি জানো?
সেই তারাটা ফারাজ,
শান্ত-শিষ্ট ধীর সে
বাংলাদেশের বীর সে
তার প্রশংসা না করলে
বিধিও হবেন নারাজ।

পয়লা জুলাই আর্টিজানে
ব্যস্ত সবাই নাশতা পানে
কতকগুলো নরপিশাচ
বইয়ে দিল ঝড় গো
রক্তের হোলি খেলাতে
না পেরে তাল মেলাতে
বন্ধুদের বাঁচাতে ফারাজ
জীবন করে উৎসর্গ।

করল কী কাজ ফারাজ—এ!
ডাকলে দেয় না সাড়া যে
আড়ালে মা চোখের পানি মোছেন,
তাঁর আদরের ধন ছিল যে
ফারাজ আইয়াজ হোসেন।

আর কেঁদো না মাগো তুমি
ফারাজ মানে জন্মভূমি।
সব ছাড়িয়ে মানবতা—
সাহসিকতার বীর সে,
তারুণ্যের গর্বে
এ দেশ যারা গড়বে
সেই আগামী প্রজন্মে
ফারাজ আছে শীর্ষে!