বর্ণ নিয়ে ধাঁধা

অলংকরণ: জুনায়েদ আজীম

এমনও কি মানুষ আছে
যার রক্ত সাদা?
বর্ণ নিয়ে লড়াই কেন?
সেটাই বড় ধাঁধা!!
বাইরে থেকে ফরসা যে লোক
সত্যি সে কি ভালো?
এমনও তো হতে পারে
তার মনটাই কালো।
কৃষ্ণবর্ণ মানুষ যদি
রক্ত কি তার কালো?
তার হৃদয়েই জ্বলছে রে ভাই
সৎ মানুষের আলো।

সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই
সাদা-কালো জরুরি নয়
সৎ মানুষই চাই।