বাবা

অলংকরণ: শিখা

গায়ে তার ডোরাকাটা
নেই কোনো দাগ
তবু তাকে সব্বাই
মনে করে বাঘ।

বাঘ মানে মহারাজ
মহা যার বল
নাম শুনে সকলের
চোখ টলমল।

গুটি পায়ে চলি, আর
কম কম বলি
ভুলটুল হলে কিছু
দুই কান মলি

চুপচাপ খেতে বসি
রাগটাগ ঝেড়ে
তারপরে খুব পড়ি বইটই নেড়ে।
যেই বাজে রাতে দশ
মুখটুখ ধুয়ে
তাড়াতাড়ি যাই খাটে
ঝটপট শুয়ে।

এত বেশি ভয় যাকে—
আমাদের সাথে থাকে।

হাট থেকে আনে রোজ
মাছটাছ কিনে
রাখে কেক চকলেট
বিস্কুট টিনে।

জ্বরটর হলে কারও
কাজটাজ রেখে
শিগগির নিয়ে আসে
ডাক্তার ডেকে।

ভূতটুত দেখে কেউ
ভয়টয় পেয়ে
রাতভর জেগে থাকে
দুই চোখ মেলে।

যাই যদি খুব কাছে
পাই গাঢ় ওম
‘বাবা’ বলে ডাকলেই
বাঘ গলে মোম!