ভূতের বাড়ি মনে

অলংকরণ: রাকিব

ভূত দেখেছি ভূত দেখেছি
ভূত নিয়ে হইচই
ভূত দেখেছি সবাই বলে
ভূতের বাড়ি কই?
ভূতের বাড়ি শেওড়াগাছে
কথা বলে নাকে
রাত্তিরে ভূত নেমে আসে
থাকে তাকে তাকে।
বাঁশের ঝাড়ে পেতনি নাচে
দীর্ঘ মাথার চুল
ভেংচিতে তার বিজলি নাকি
অন্ধকারে ভুল...?
ভূতেরা সব আড্ডা জমায়
রাত্রি গভীর কালে
ভয় দেখাতে শিকারটাকে
মুখে আগুন জ্বালে।
কিছু ভূতের চক্ষু বুকে
মাথায় বড় শিং
মারতে গুঁতো শিং উঁচিয়ে
লাফায় তিড়িং তিং।

তাল-নারিকেলগাছের সমান
লম্বা ভূতের পা
যে দেখেছে তার নাকি আর
রয় না মুখে রা।
মুলার মতো অ্যাব্বড় দাঁত
কুলার মতো কান
লাগলে খিদে ভূতেরা নাকি
খায় বাতাসের রান।
ইচ্ছে হলেই ভূত-প্রেতেরা
মিলিয়ে যেতে পারে
যখন যেমন রূপ ধরা চাই
সে-রূপ পেতে পারে।

এমনি আরও গল্প আছে
হরেক রকম ভূতের
ভয় পেতে কি ভয় দেখাতে
ভূতকাহিনি জুতের।
কিন্তু এখন আমরা তো আর
আদ্যিকালের নই
তাই তো খুঁজি গল্পে ছড়ায়
ভূতের বাড়ি কই।
নেই তো ডালে নেই তো খালে
নেই তো গভীর বনে
ভূতের বাড়ি আর কোথা নয়
ভূত-ভীরুদের মনে।