মুক্তির ছড়া

অলংকরণ: শিখা

গাছ থেকে গাছে
সবুজের কাছে
উড়ে ঘোরে আনমনে,
ধরা এক কালে
শিকারির জালে
ঠাঁই হলো কাঁটাবনে।

পাখির বেজায় দোষ
মানবে না আর পোষ
আঁকুপাঁকু স্বভাবটা তার।
না বললে কথা
বড় আকুলতা
বলে, চাই মুক্তি আমার।

খাবার খাচ্ছে না
ম্রিয়মাণ ডানা
ওড়ালেই, ডানায় কী হবে?
কেন অভিমান এ কি পিছুটান?
প্রকৃতিতে ও কি ফিরে যাবে?