শরতের সকালে

শরৎকালের এই সকালে
মাতাল করা বনের হাওয়া আসে
মনটা জুড়ে মিষ্টি মধুর
শিউলি ফুলের সুগন্ধটা ভাসে।

মন থাকে না বদ্ধ ঘরে
উড়াল যে দেয় কোন সুদূরে
যেথায় ফড়িং বেড়ায় নেচে
শিশিরভেজা ঘাসে।

যেথায় রবি আকাশ থেকে
রংবেরঙের আবির মাখে—
মেখেই আবার ছুটে বেড়ায়
ছোট্ট নদীর পাশে।

যেথায় শিশু বেড়ে ওঠে
কথার সুরের পদ্ম ফোটে
বাবা-মায়ের স্নেহের ছায়ায়
দেশকে ভালোবাসে।