শীতের দিনে

অলংকরণ: মাসুক হেলাল

শীতের দিনে আমরা সবাই
রোজ সকালে উঠি,
সুয্যিমামার আলো মেখে
ফুলের মতো ফুটি।

শীত শীত শীত, হিম হিম হিম
ঠান্ডা ভীষণ পানি,
চাদর দিয়ে নিই মুড়িয়ে
এই যে শরীর খানি।

শীতের দিনে ভাপা পিঠা
কার না লাগে ভালো,
আমার ঘরে এসে পড়ে
সুয্যিমামার আলো।

শীতের দিনে আসে দেশে
দূর-সুদূরের পাখি,
পাখিরা সব মধুর সুরে
করে ডাকাডাকি।

শীতের দিনে গায়ে থাকে
গরম নরম জামা,
রাতের বেলা সবাই বলে
লেপটা এবার নামা।