সকালবেলা

অলংকরণ: তনি সুভংকর

ইশকুলে যাব। ব্যাগ গোছালাম
কত না যত্ন করে
মনে হয় যেন বই-খাতা নয়
সকাল রাখছি ভরে।

আহারে সকাল—
ব্যস্ত ব্যস্ত সময়ের হাত ধরে
যাচ্ছি যাচ্ছি মামাদের ভ্যানে চড়ে।

যাচ্ছি যাচ্ছি ইশকুলে আমি
শুধু ঘুম ঘুম চোখ
ঝাপসা পথের লোক।

আহারে সকাল—
পাখিদের ডাক শোনা হলো না
পাতার শব্দ গোনা হলো না
ঘাসের সবুজে হাঁটা হলো না
মুখে মুখে ছড়া কাটা হলো না
দেখা হলো না সকাল
কাটল ছন্দ তাল।

ইশকুলে যেতে সকাল হারায় ভ্যানে থাকি শুধু বসে
সকালবেলার রৌদ্র তখন দিনের হিসেব কষে।

ব্যাগের ওপরে আলোমাখা রোদ, এগিয়ে চলছে ভ্যান
ব্যাগের ভেতরে বই থেকে হাসে আলোমাখা কত জ্ঞান!
রোদের আলো, জ্ঞানের আলো
সেই আলোতে থাকছি ভালো।