সত্যি হাসি ভালোবাসি

অলংকরণ: সারা তৌফিকা

রাশি রাশি মুখের হাসি বিশ্ব করে জয় —
বেশি বেশি হাসলে নাকি হৃদয় সতেজ রয়।
হাসি পেলে কারও হাসি থামানোটাই দায় —
অমন হাসি দেখলে পরে লোকের হাসি পায়।

কারও আবার মুখের হাসি মুখচোরাও হয় —
কারও হাসি হা হা হো হো, দেখলে লাগলে ভয়।
হাসির কথায় সবাই হাসে, হাসে না কেউ কেউ —
তাকে দেখে চতুর্দিকে ওঠে হাসির ঢেউ।

হাসির কথায় হাসাটা কি আদৌ হবে ঠিক?
এসব ভেবে মুশকিলে কেউ হারিয়ে ফেলে দিক।
মুচকি হাসি, অট্টহাসি, হাসি জগত্ময় —
কারও হাসি দেখলে জাগে প্রচণ্ড সংশয়!

হাসছে নাকি কাঁদছে সেটা বোঝাতে হয় ভুল —
সত্যি হাসি ভালোবাসি, হাসিই ফোটায় ফুল।